খেলাধুলা

দাপুটে জয়ে কোয়ালিফায়ারে চট্টগ্রাম, ঢাকার বিদায়

সংবাদ চলমান ডেস্ক: বঙ্গবন্ধু বিপিএলের এলিমিনেটর ম্যাচে ঢাকা প্লাটুনকে ৭ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগে ব্যাট করে শাদাব খানের দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান তোলে ঢাকা । জবাবে  ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় চট্টগ্রাম।

ঢাকার দেয়া ১৪৫ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নামা চট্টগ্রামকে ঝড়ো শুরু এনে দেন জিয়াউর রহমান। একপ্রান্তে গেইল কচ্ছপ গতিতে খেলতে থাকলেও আরেক প্রান্তে ঝড় তোলেন জিয়া। দলীয় ৪২ রানের মাথায় ১২ বলে ২৫ রান করে ফেরেন তিনি।

এরপর ইমরুল কায়েসের ২২ বলে ৩২ ও ক্রিস গেইলের ৪৯ বলে ৩৮ রানের উপর ভর করে সহজ জয়ের দিকে এগিয়ে যায় চট্টলার দলটি। শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে ১৮তম ওভারে শাদাব খানের পরপর দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ১৪ বলে ৪ ছক্কায় ৩৪ রান করেন রিয়াদ। ১০ বলে ১২ রানে অপরাজিত থাকেন চ্যাডউইক ওয়ালটন।

ঢাকার সফলতম বোলার শাদাব খান ৩২ রান খরচায় নেন ২ উইকেট।

এর আাগে, টস হেরে ব্যাট করতে নামা ঢাকাকে শুরু থেকেই চেপে ধরে চট্টগ্রামের বোলাররা। দলীয় ১৫ রানের মাথায় তামিমের (১০ বলে ৩) বিদায়ের পর থেকেই সাজঘরে ফেরার প্রতিযোগিতায় নামে ঢাকা। মুমিনুলের ৩১ রানের পরও মাত্র ৫২ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ঢাকা।

মাহেদী হাসান ৭ রান করলেও রানের খাতা খুলতে পারেননি তিন ব্যাটসম্যান—আনামুল হক বিজয়, লুইস রিচি ও জাকের আলী। দলীয় ৬০ রানের মাথায় ফিরে যান নাসুম আলী (৫)।

এরপরই ম্যাচে কিছুটা প্রাণ ফিরিয়ে আনেন থিসারা পেরেরা ও শাদাব খান জুটি। তাদের ৪৪ রানের জুটি ভাঙেন রুবেল হোসেন। ১৩ বলে ২৩ রান করে ফেরেন পেরেরা।

তবে শেষের দিকে ঢাকার ত্রাতা হয়ে দাঁড়ান শাদাব খান। তুলে নেন অর্ধশতক। তার ৬৪ রানের সুবাদে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৪ রান তোলে ঢাকা। শাদাবের ৪১ বলের ইনিংসটি সাজানো ছিল ৫টি চার ও ৩টি ছয়ের মারে। ২ বলে ০ রানে অপরাজিত থাকেন হাতে ১৪টি সেলাই নিয়ে খেলা মাশরাফী বিন মোর্ত্তজা।

চট্টগ্রামের সফলতম বোলার রায়াদ এমরিত ৪ ওভারে ২৩ রান খরচায় নেন ৩ উইকেট। নাসুম আহমেদ ১১ রানে শিকার করেন দুই উইকেট। রুবেল হোসেন দুই উইকেট নিলেও ছিলেন বেশ খরুচে, দেন ৩৩ রান। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ২ ওভার হাত ঘুরিয়ে দেন মাত্র ৫ রান। বিনিময়ে নেন রিচির উইকেটটি।

এই জয়ে কোয়ালিফায়ারে উঠলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর বিদায় নিলো স্বাগতিক ঢাকা। দ্বিতীয় কোয়ালিফায়ারে বুধবার চট্টগ্রাম মাঠে নামবে আজ সন্ধ্যায় খুলনা ও রাজশাহীর মধ্যকার পরাজিত দলের বিপক্ষে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button