খেলাধুলা

প্রথম ম্যাচের ফি’র ৮০ শতাংশই জরিমানা দিতে হবে ভারতকে

সংবাদ চলমান ডেস্ক: আবারো জরিমানার মুখে পড়তে হলও ভারতকে। বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে স্লো ওভার রেটে ম্যাচ ফির ৮০ শতাংশ কেটে নেয়ার ঘোষণা দেয় আইসিসি। এর আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দুইবার জরিমানার মুখে পড়তে হয়েছিল কোহলিদের।

ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম একদিনের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ৪ ওভার কম করায় ম্যাচ আম্পায়ার ক্রিস ব্রোড বিরাট কোহলির দলকে ম্যাচ ফির ৮০ শতাংশ কেটে নেয়ার ঘোষণা দেন।

নির্ধারিত সময়ের মধ্যে কোন দল ১ ওভার কম বল করলে অনুচ্ছেদ ২.২২ অনুযায়ী আইসিসি সেই দলের ম্যাচ ফির ২০ শতাংশ কেটে রাখতে পারে। সেই হিসেবে প্রথম ম্যাচে ভারত নির্ধারিত সময়ের মধ্যে ৪ ওভার করায় ৮০ শতাংশ জরিমানা গুনতে হলও বিরাট কোহলিদের।

এর আগে, টি-টোয়েন্টি সিরিজেও দুইবার জরিমানা গুনতে হয়েছিল ভারতকে। অথচ ২০১৪ সালের আগস্টের পর চলতি বছরের জানুয়ারি পর্যন্ত একবারও আইসিসি কর্তৃক কোন জরিমানার মুখে পড়তে হয়নি ভারতকে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button