আন্তর্জাতিকরাজশাহী সংবাদ

৪০০ বছর পর মহাকাশে খুব কাছাকাছি শনি-বৃহস্পতি

সংবাদ চলমান ডেস্কঃ

২০২০ সালের ডিসেম্বর মাসটি মহাকাশে যেন বেশ ঘটনাবহুল। এ মাসেই দেখা গেছে উল্কাবৃষ্টি, তারপর সূর্যগ্রহণ।

২১ ডিসেম্বর মহাকাশে যা ঘটতে যাচ্ছে তা শেষবার হয়েছিল প্রায় ৪০০ বছর আগে। এক মহাজাগতিক অতিবিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব।

সৌরজগতের দুই গ্রহ বৃহস্পতি ও শনির যুগলবন্দি। সোমবার এ দুটি গ্রহ এতই কাছে চলে আসবে যে, আবহাওয়া অনুকূল থাকলে খালি চোখেও তা বোঝা যাবে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পক্ষ থেকে জানানো হয়েছে– সৌরজগতের দুটি গ্রহ পরস্পরের খুব কাছাকাছি আসা বিরল ঘটনা নয়।

বৃহস্পতি তার প্রতিবেশী গ্রহ শনির পাশ দিয়ে প্রতি ২০ বছর অন্তর যায়, তবে এতটা কাছ দিয়ে নয়। শেষবার এমন ঘটনা ঘটেছিল ১৬২৩ সালে। তখনও বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি জীবিত। টেলিস্কোপ আবিষ্কারের ১৩ বছর পর সে ঘটনা ঘটেছিল। সেই হিসাবে ৩৯৭ বছর পর আবার এমন বিরল ঘটনার সাক্ষী থাকতে পারবে পৃথিবীবাসী।

বিজ্ঞানীরা বলছেন, সোমবার বৃহস্পতি ও শনি একে অন্যের থেকে এক ডিগ্রির ১০ ভাগের এক ভাগ কাছাকাছি থাকবে। এর ৬০ বছর পর, অর্থাৎ ২০৮০ সালে আবার এত কাছে আসবে এ দুই গ্রহ।

বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, ৮০০ বছর আগে এ দুই গ্রহ এক সরলরেখায় এলেও ১৬২৩ সালে শেষবার এত কাছে এসেছিল বলে জানা গেছে।   

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button