আন্তর্জাতিক

সাড়ে ৩ কেজি ওজনের সোনার নাগেটস মিলল মাটির তলে

সংবাদ চলমান ডেস্কঃ

সাড়ে ৩ কেজি ওজনের বিরল ২টি সোনার নাগেটসের সন্ধান পাওয়া গেছে দক্ষিণ অস্ট্রেলিয়ায়। নাগেটস ২টির মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের শহর তারনাগুল্লার শহরে এই মূল্যবান ২টি ধাতব বস্তু খুঁজে পেয়েছেন ব্রেন্ট শ্যানন এবং ইথান ওয়েস্ট নামের দুই সোনা সংগ্রহকারী।

গতকাল বৃহস্পতিবার টিভি শো ‘অসি গোল্ড হান্টার্সে’ সোনার পাথর ২টিকে প্রদর্শন করেছেন তারা। ঐ অঞ্চলে শক্তিশালী গোল্ড ডিটেক্টর যন্ত্রের সাহায্যে সন্ধান চালিয়ে সোনার নাগেটস দুটি খুঁজে পান তারা। এটিকে অনেকেই বিরল ধাতু বলে উল্লেখ করেছেন।

এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ইথান ওয়েস্ট বলেছেন, এগুলো অবশ্যই সর্বাধিক উল্লেখযোগ্য অনুসন্ধানের মধ্যে একটি। একদিনে সোনার নাগেটস এর এরকম ২টি বড় অংশ খুঁজে পাওয়া সত্যিই বেশ আশ্চর্যজনক।

ডিসকভারি চ্যানেলের তথ্য অনুযায়ী, ওয়েস্টের বাবার সহায়তায় তারা মাত্র কয়েক ঘণ্টার মধ্যে প্রায় সাড়ে ৩ কেজি ওজনের এই নাগেটস উদ্ধার করেছেন।

এর আগে, ২০১৯ সালে প্রায় দেড় কেজি ওজনের একটি সোনার নাগেটসের সন্ধান পেয়েছিলেন এক ব্যক্তি।

উল্লেখ্য, ১৮৫০ সাল থেকে অস্ট্রেলিয়ায় সোনার খনির সন্ধান শুরু হয়। এরপর থেকে এটি দেশটির একটি উল্লেখযোগ্য শিল্প হিসেবেই রয়ে গেছে বলে জানা গেছে।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button