আন্তর্জাতিক

বিশ্বের সব চেয়ে বেশি গাড়ি রফতানি কারী দেশ এখন চীন

সংবাদ চলমান ডেক্সঃ

বছরের প্রথম ৩ মাসে জাপানকে টপকে বিশ্বের সব চেয়ে বেশি গাড়ি রফতানিকারী দেশ হয়ে উঠেছে এখন চীন।

খবর অনুসারে, চীন এ সময়ে ১০ লাখ ৭ হাজার গাড়ি রফতানি করেছে, যা ২০২২ সালের প্রথম প্রান্তিকের তুলনায় ৫৮ শতাংশ বেশি। একই সময়ে জাপানের যানবাহন রফতানি ৯ লাখ ৫৪ হাজার ১৮৫, যা এক বছর আগের তুলনায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বৈদ্যুতিক গাড়ির চাহিদা ও রাশিয়ায় বিক্রির কারণে চীনের রফতানি বেড়েছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ায় চীন রফতানি বাড়িয়েছে। পশ্চিমা দেশ গুলো মস্কোর ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করায় চীনও রাশিয়ায় রফতানি বাড়িয়েছে।

গত বছর জার্মানিকে টপকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গাড়ি রফতানি কারকের তকমা পায় এশিয়ার এই জায়ান্ট। জীবাশ্ম জ্বালানি থেকে দূরে সরে যাওয়ার ফলে চীনের মোটর শিল্পের উত্থানে ইন্ধন সহায়তা করেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button