আন্তর্জাতিক

পুতিনকে ক্ষমতাচ্যুত করতে মার্কিন সিনেটরের আহ্বান

আন্তর্জাতিক ডেস্কঃ

রুশ জনগণের প্রতি প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনকে ক্ষমতাচ্যুত করতে আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম।

তিনি বলেন, বর্তমানে বিশ্বে যে খারাপ অবস্থা চলছে, তা বন্ধ করার জন্য শুধু মাত্র একটি পথই খোলা আছে, আর সেটা হচ্ছে, পুতিনকে ক্ষমতাচ্যুত করা।
 
গত ৩ মার্চ বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। পরে তিনি এ নিয়ে একটি টুইটবার্তাও পোস্ট করেন।

টুইটবার্তায় তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দেশটির জনগণের উচিত পুতিন সরকারের পতন ঘটানো।

তিনি আরো উল্লেখ করেন, ১৯৪৪ সালে হিটলারকে হত্যার চেষ্টা করেছিলেন তৎকালীন জার্মান সেনা কর্মকর্তা ক্লস ভন স্টাফেনবার্গ।

সাউফ ক্যারোলিনা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত রিপাবলিক দলের এ সিনেটর রুশ জনগণের প্রতি এ আহ্বান জানান।

জাতিসংঘের হিসাবমতে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে দেশটির ২২৭ জন বেসামরিক লোক নিহত এবং ৫২৫ জন আহত হয়েছেন। তবে ইউক্রেনের দাবি-রুশ হামলায় এ পর্যন্ত ২ হাজার মানুষের প্রানহানি হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button