আন্তর্জাতিক

দুর্নীতির মামলায় ৫ বছরের জেল সু চির

আন্তর্জাতিক ডেস্কঃ

দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে।

সামরিক জান্তার আদালত তাকে এ কারাদণ্ড দিয়েছে। এ নিয়ে মোট ১১ বছরের সাজা হলো সু চির।

খবর রয়টার্সের।

এর আগে দুটি অপরাধে সু চিকে দোষী সাব্যস্ত করে ৬ বছরের সাজা দেন জান্তার আদালত।

শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের নেত্রী সু চির বিরুদ্ধে দুর্নীতির ১১টি অভিযোগ এনেছে দেশটির সামরিক জান্তা।

এসব মামলার মধ্যে প্রথমটির সাজার রায় এলো আজ। আরও ১০টি মামলা এখনও বিচারাধীন আছে।  

৭৬ বছর বয়সি সু চিকে অজ্ঞাত এক স্থানে আটকে রাখা হয়েছে, তাকে কারও সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এনএলডির এ নেত্রী তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

দেশটিতে ক্ষমতাসীন সামরিক বাহিনী সু চির মামলার বিচার বিষয়ে সীমিত তথ্য প্রকাশ করছে। বিচার সংক্রান্ত কিছু যেন আদালতের বাইরে না যায় সেজন্য সু চির আইনজীবিদের ওপর আদেশও জারি হয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায় সু চির এ বিচারকে ‘প্রহসন’ অ্যাখ্যা দিয়েছে।আর সামরিক জান্তা বলছে, স্বাধীন আদালতে যথাযথ প্রক্রিয়াতেই বিচার হচ্ছে এনএলডি নেত্রীর।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button