আন্তর্জাতিক

জার্মানিতে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ৮

চলমান ডেস্ক: জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর হানাউয়ের পৃথম বন্দুকধারীর হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার রাত ১০টা দিকে এ ঘটনা ঘটে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। প্রাথমিক হামলার কারণ জানা যায়নি।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, প্রথমে শহরের প্রাণকেন্দ্রে একটি পানশালায় হামলার ঘটনা ঘটে। এরপর পাশেই আরেকটি পানশালায় হামলা চালিয়ে পালিয়ে যায় বন্দুকধারীরা। প্রথম হামলায় ঘটনাস্থলে তিন জন এবং পরের হামলার পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এক মাস আগে ২৪ জানুয়ারি জার্মানির দক্ষিণাঞ্চলীয় রট আম জে শহরে এমন গোলাগুলির ঘটনায় ছয় জন নিহত ও দু’জন আহত হয়েছিল। গেল বছরের অক্টোবর মাসে দেশটির হালে শহরের একটি সিনাগগের কাছে একজন উগ্র ডানপন্থির গুলিতে দু’ন নিহত হয়েছিলেন।

এর আগে ২০১৬ সালের জুলাই মাসে অবৈধভাবে অনলাইন থেকে কেনা একটি পিস্তল দিয়ে একজন টিনএজার নয়জনকে গুলি করে হত্যা করেছিলেন। মিউনিখের একটি শপিং মলে এই ঘটনা ঘটেছিল।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button