আন্তর্জাতিকবিনোদন

চীনে আবারও কনসার্ট শুরু, দর্শকের ঢল

সংবাদ চলমান ডেস্ক:

করোনা মহামারীর কারণে স্তব্ধ হয়ে গেছে সব। থমকে গেছিল বৈচিত্রময় এ পৃথিবী। সাথে সাথে বন্ধ হয়ে গিয়েছিল যেকোন ধরনের গান-বাজনার অনুষ্ঠান। করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হতে না হতেই আগস্টে চীনে আবারো কনসার্ট শুরু হলো। বেইজিংয়ের এক মেটাল কনসার্টে দর্শকের বাঁধভাঙা ঢল। ফের শুরু হলো চীনের আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের অনুষ্ঠান।

করোনার জন্য ছয় মাস ধরে বন্ধ ছিল সব প্রেক্ষাগৃহ। ছয় মাস বন্ধ থাকার পর গত বুধবার থেকে খুলে দেওয়া হয়েছে ব্যান্ড শোয়ের অডিটোরিয়াম। তবে ৫০ শতাংশ লোকের বেশি প্রেক্ষাগৃহে ঢুকতে দেওয়া হয়নি।

করোনা কিছুটা কমার পর আবারো বেইজিং নাচল ব্যান্ডের ছন্দে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জীবনযাপন।

চীনের তরুণ প্রজন্ম হেভি মেটাল রক সংগীতের ভক্ত। বেইজিংয়ে নিয়মিত হেভি মেটাল ব্যান্ডের অনুষ্ঠান হয়। ছয় মাস পর ফের তেমনই এক অনুষ্ঠান হলো। দর্শকরা আগের মতোই নাচছেন। হেড ব্যাং করছেন।

অডিটোরিয়ামে উত্তাল দর্শকদের সামলাতে নিরাপত্তার ব্যবস্থা ছিল যথেষ্ট। করোনার নিয়ম মেনে প্রেক্ষাগৃহে ঢোকার আগে সকলের টেম্পারেচার মাপা হয়েছে। স্যানিটাইজারেরও ব্যবস্থা ছিল।

নিরাপত্তার সব রকম ব্যবস্থা রাখা হয়েছিল কনসার্টে। মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে দর্শকদের প্রেক্ষাগৃহে ঢুকতে হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button