আন্তর্জাতিকসংবাদ সারাদেশসারাদেশ

আফগান মসজিদে জুম্মার নামাজে বিস্ফোরণ, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্কঃ

আফগানিস্তানের কান্দাহার শহরে শিয়াদের একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন। স্থানীয় ইমান বারগাহ মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) জুম্মার নামাজের সময় সংঘটিত এই বিস্ফোরণের কারণ এখনও পরিষ্কার নয়। তবে এই হামলা আত্মঘাতী বলে সন্দেহ করা হচ্ছে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মসজিদের প্রধান ফটকের কাছে তিনি তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এ সময় মানুষে পূর্ণ ছিল মসজিদটি। এর পর পরই সেখানে ১৫টি অ্যাম্বুলেন্স ছুটে আসে। তুর্কি টিআরটি জানিয়েছে, এই বিস্ফোরণের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকজন কে স্থানীয় একটি হাসপাতালে আহত অবস্থায় নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুসন্ধান শুরু করেছেন বলে জানান তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কারী সাইদ খোসতি। এর আগে গত শুক্রবার (৮ অক্টোবর) কুন্দুজের একটি মসজিদে নামাজের সময় আত্মঘাতী হামলা চালানো হয়েছিল। এতে ৫০ জন নিহত হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button