আন্তর্জাতিক

আগুন নিয়ে খেললে যুক্তরাষ্ট্র নিজেই পুড়ে মরবে : চীন

সংবাদ চলমান ডেস্ক:

তাইওয়ানের সঙ্গে যে কোনো ধরণের আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে মার্কিন সরকারকে হুশিয়ারি দিয়েছে চীন। আমেরিকার স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজারের তাইওয়ান সফরের প্রেক্ষাপটে বেইজিং এই হুশিয়ারি দিল। খবর ডেইলি এক্সপ্রেস ও এবিসির।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান গতকাল বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেন, যারা আগুন নিয়ে খেলবেন, তারা নিজেরাই পুড়ে মরবেন।

মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার গত রোববার তিন দিনের সফরে তাইওয়ান যান। ১৯৭৯ সালের পর এই প্রথম আমেরিকার কোনো শীর্ষ পর্যায়ের মন্ত্রী তাইওয়ান সফর করলেন। ওই বছর তাইওয়ান ব্রিটিশ শাসন থেকে চীনের অধীনে ন্যস্ত হয়।

স্বশাসিত তাইওয়ান দ্বীপের ওপর আমেরিকা চীনের সার্বভৌমত্ব স্বীকার করে আসছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময় তাইওয়ান ইস্যুতে আমেরিকা অনেকটা আগ্রাসী নীতি গ্রহণ করেছে, যা চীনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button