অর্থনীতিসংবাদ সারাদেশ

খুব শীঘ্রই কমবে ভোজ্যতেলের দাম,বাণিজ্যমন্ত্রী

সংবাদ চলমান ডেস্কঃ

আজ (২ জুন) বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিমন্ত্রী বলেন আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় দেশের বাজারেও দাম কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

‘চা দিবস ২০২২’ উপলক্ষে এ ব্রিফিং করা হয়।

আন্তর্জাতিক বাজারে কমছে তেলের দাম,ইন্দোনেশিয়াও রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে- এমন পরিস্থিতিতে সরকার তেলের দাম রিভিউ (সমন্বয়) করবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এক-দুমাস আমরা রিঅ্যাসেস করবো। ৫-৭ দিনের মধ্যে মে মাসের পুরো তথ্য নিয়ে রিভিউ করবো।’

তিনি বলেন, আমাদের কাছে আসা রিপোর্ট অনুযায়ী আজকে দাম কমেছে। আজকের দামের প্রভাব দেশের বাজারে ফেলতে সময় লাগবে এক থেকে দেড় মাস।

টিপু মুনশি আরও বলেন, পাম অয়েলের দাম কমেছে। লক্ষ্য করা যাচ্ছে, সয়াবিনের দামও কমার দিকে। ৬-৭ দিনের মধ্যে যে সভা হবে, সেখানে অ্যাসেস করে দেখে নতুন দাম নির্ধারণ করা হবে। আমরা ধারণা করছি, নতুন করে দাম বাড়ার আর সম্ভাবনা নেই। নতুন দাম অনুযায়ী দামটা কমবে। পাম অয়েলে তো যথেষ্ট প্রভাব পড়বে বলে মনে করি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button