রাজশাহী সংবাদ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৯টার দিকে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ আটক করে।

আটককৃত হলেন, রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী আবু আহমেদ (২৬)। এছাড়া তিনি নগরীর উপশহর এলাকার মৃত মুসলিম উদ্দীনের ছেলে।

রামেক হাসপাতালের আনসার ইনচার্জ আসাদ বলেন, গত শুক্রবার রাত ৯টার দিকে ডাক্তারি পরিচয়ে রোগীর স্বজনদের কাছে পরীক্ষা নিরীক্ষা লিখে দেবার নাম করে টাকা আদায়ের সময় মেডিকেল কতৃপক্ষ তাকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে তাকে রাজপাড়া থানায় সোপর্দ করা হয়।

মেডিকেল সূত্রে জানা গেছে, তিনি রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী। তবে তিনি সব জায়গায় রামেক শিক্ষার্থীর পরিচয় দেন।

রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, আমরা খোঁজ নিয়েছি, আমাদের কলেজে এমন কোনো শিক্ষার্থী নাই। তাই ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে তাকে পুলিশে দেওয়া হয়েছে।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদৎ হোসেন বলেন, আবু আহমেদ নামের একজনকে আটক করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button