পুঠিয়ারাজশাহী সংবাদ

পুঠিয়ায় পরকিয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ     

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পুঠিয়ায় পরকিয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ বিষয়ে আজ মঙ্গলবার সকালে রাজশাহী  চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের হয়েছে স্ত্রীর বিরুদ্ধে।

সকালে মামলাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তালুকদারের আদালতে এ মামলাটি দায়ের করেন পুঠিয়া থানার বিরালদহ গ্রামের উমেদ আলীর ছেলে হাসান হাবীব। আদালত পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গণ্য করে তদন্তের নির্দেশ দেন।

ঘটনার সূত্রে জানা যায়, পুঠিয়া থানার বিরালদহ গ্রামের মৃত দুলাল আলী মন্ডলের পুত্র রাশেদুলের সাথে একই থানার কান্দ্রা গ্রামের আব্দুল আজিজের মেয়ে সাগরী বেগম (২৪) এর সাথে শরিয়ত মোতাবেক বিবাহ হয়।তাদের সাগর (১০) নামে একটি ছেলে আছে। রাশেদুল বাড়িতে অধিকাংশ সময় অনুপস্থিত থাকার কারনে তার স্ত্রী সাগরী বেগম অজ্ঞাতনামা ব্যক্তির সাথে পরকিয়ায় জড়িয়ে পরেন।

কিছুদিন আগে সাগরী বেগম পরকিয়ায় আসক্ত হয়ে শিশু সন্তানকে রেখে ভিকটিমের সাড়ে চারলক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। গত ২৯ নভেম্বর স্ত্রীকে খবর দিয়ে রাশেদুল বাড়িতে আনলে দুপুর ১২ টার সময় ভাতের সাথে বিষ মিশিয়ে খাওয়ানো হয়। অতঃপর ভিকটিমের মাথা ঘোরাসহ বমি বমি ভাব হলে রাশেদুল মোবাইল ফোনে বাদীর চাচাতো ভাই হাসান হাবীবকে জানায়। পরে হাসান হাবিব দ্রুতই  রাশেদুলকে নিয়ে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। এদিন সন্ধ্যা  সোয়া ৬ টায় সময় রাশেদুলের মৃত্যু হয়।

আজ মঙ্গলবার সকালে হাবিব অভিযোগ করলে তা  আমলে গ্রহণ করে মামলাটি এজাহার হিসেবে গণ্য করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তালুকদার।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button