দূর্গাপুররাজশাহী সংবাদ

দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ হাজার টাকা জরিমানা

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহী দুর্গাপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন মৃধার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুর্গাপুর বাজার এলাকার তিনটি মিষ্টির দোকানে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। দুপুর থেকে শুরু করা এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি জাতীয় খোলা খাবার রাখার দায়ে মাহাফুজ, রিপন ও মেরাজ সরকারকে সর্থকতা মূলক ১হাজার টাকা করে উভয়কে জরিমানা করেন ভ্রামমান আদালত।

এ সময় বাজারে লবন ও পিঁয়াজের অতিরিক্ত দামে বিক্রয় বিষয়ে মনিটরিং করা হয়। এমনকি লবন অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে ও লবনের ঘাটতি আছে বলে মিথ্যা ছড়িয়ে জনগনের মধ্যে আতঙ্ক চড়াচ্ছে। এসব তথ্য সর্ম্পূন গুজব ছড়িয়েছে একটি মহল। ওই গুজবের দিকে কান না দিয়ে সকল ক্রেতা ও বিক্রেতাকে সতর্কতার সাথে ব্যবসা করার অনুরোধ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন মৃধা। এমন গুজবে কান দিয়ে লবণের দাম বেশি নেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button