সারাদেশ

গ্রামগঞ্জের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে পালকিতে চড়ে বিবাহ

নিজস্ব প্রতিবেদক: পালকি! বাংলাদেশের ঐতিহ্যবাহী এক প্রাচীন বাহন। পালকির কথা শুনলেই নতুন প্রজন্মের ধারকরা হা করে তাকিয়ে থাকেন।

পালকি চলে, পালকি চলে গগন তলে আগুন জ্বলে, স্তব্দ গায়ে,আদুল গায়ে যাচ্ছে তারা রৌদ্র সাড়া।’ কিংবা, ‘মনে কর জেনো বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকি তে মা চড়ে।

’জয়পুরহাটের কালাই পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের রুহুল আমিন বলেন, বইয়ের পাতায় পালকির কথা আজো উল্লেখ থাকলেও বাস্তবিক সমাজে দেখা মেলেনা পালকির! সভ্যতার ক্রমবিকাশ, যান্ত্রিক যুগ, বিজ্ঞানের অগ্রযাত্রায় হারিয়ে গেছে বাঙ্গালীর ঐতিহ্যের পালকির প্রচলন। এক সময় এই পালকিতে চড়েই নববধু আসতো স্বামীর বাড়িতে। এছাড়া কোথাও বেড়াতে গেলেও পালকিই ছিলো তাদের একমাত্র বাহন! আজ আধুনিকতা আর প্রযুক্তির ছোঁয়ায় মানুষ দ্রুতগতিতে ছুটে চলেছে। ভুলতে বসেছে সংস্কৃতির নিদর্শন গুলো।

নতুন প্রজন্ম তেমন একটা জানেও না পালকির ইতিহাস। বাঙালির হাজার বছরের ইতিহাস ভুলতে বসেছে তরুণ প্রজন্ম। আজ যখন বিদেশীরা তাদের ঐতিহ্যকে আমাদের দেশে রুপান্তর করছে ঠিক তখন আমরা আমাদের সংস্কৃতিকে পর্দার অন্তরালে নিমজ্জিত করছি। হারিয়ে যাওয়া এই সংস্কৃতিকে ফিরিয়ে আনা আমার আপনার সকলেরই কাম্য। কেননা ভুলে গেলে চলবে না, প্রযুক্তি যতই অগ্রগতি হোক না কেন, ইতিহাস সাক্ষী দেবে অতীতকে  ভোলেনি বাঙালি!

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button