২৪ ঘণ্টার ব্যবধানে বাগদাদে ফের মার্কিন হামলা, নিহত ৬
সংবাদ চলমান ডেস্ক: ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ২৪ ঘণ্টার ব্যবধানে ইরাকে ফের বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র। শনিবারের এ হামলায় ছয়জন নিহত হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইরাকের পপুলার মোবিলাইজেন ফোর্স বা হাশাদ আশ-শাবি বাহিনীর কমান্ডকে লক্ষ্য করে মার্কিন বাহিনী এ হামলা চালায়।
হাশাদ আশ-শাবি জানিয়েছে, ওই গাড়িবহরে একজন সিনিয়র কমান্ডার ছিলেন।
ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, বাগদাদের তাজ রোডের কাছে এই হামলা চালানো হয়।
শনিবারের হামলায় ৬ জন নিহত হয়েছেন বলে আল-জাজিরা জানতে পেরেছে। নিহতদের মধ্যে চিকিৎসকেরাও ছিলেন। অন্যদিকে রয়টার্স জানিয়েছে, হামলায় আরও তিন জন আহত হয়েছেন।
এক পুলিশ রয়টার্সকে বলেন, পিএমইউ-এর গাড়িবহর লক্ষ্য করে এই হামলা চালানো হলে অনেকে হতাহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা বলতে পারেননি তিনি। সোলেইমানি হত্যার পর তেহরান যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিশোধ নেয়ার হুমকি দেয়ার পর ফের এই হামলা হলো।