সিরাজগঞ্জের তৃতীয় লিঙ্গের সুমনার খুনের রহস্য উদঘাটন
সংবাদ চলমান ডেস্ক: সিরাজগঞ্জে বসতঘরে তৃতীয় লিঙ্গের সুমনা খুনের সঙ্গে জড়িত সাত আসামিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দু’জন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান বৃহস্পতিবার তাদের জবানবন্দি রেকর্ড করেন বলে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (অপারেশন) নুরুল ইসলাম জানিয়েছেন।
মামলার আসামিরা হলেন, শহরের একডালা এলাকার তৃতীয় লিঙ্গের শাওন ও তার স্বামী শোভন, একই এলাকার আবদুল আজিজের স্ত্রী শিমু খাতুন, পার্শ্ববর্তী কোলগয়লা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জেমস, নুর আমিনের ছেলে ইমন, আক্তার হোসেনের ছেলে সাজু, বাদশা মিয়ার ছেলে লিটন। এদের মধ্যে আদালতে জবানবন্দি দেন শাওন (তৃতীয় লিঙ্গ) ও তার স্বামী শোভন।
গত শুক্রবার রাতে নিজ বসতঘরে শহরের গয়লা মধ্যপাড়া মহল্লার আমজাদ হোসেন খানের সন্তান সুমনাকে শ্বাসরোধে হত্যা করা হয়। শনিবার দুপুরে ঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তদন্ত কর্মকর্তা পরিদর্শক নুরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পর শনিবার রাতে নিহতের মা বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর অভিযানে নামে পুলিশ। মঙ্গলবার শহরের কালিবাড়ি এলাকা থেকে সন্দেহভাজন আসামি হিসেবে জেমস্, ইমন, সাজু ও লিটনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এরপর বুধবার ঢাকার আশুলিয়া উপজেলার জিরাবো এলাকা থেকে মামলার এজাহারভুক্ত প্রধান আসামি শাওন (তৃতীয় লিঙ্গ) ও তার স্বামী শোভনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যমতে, শহরের একডালা এলাকার শিমু খাতুন একইদিনে গ্রেফতার হন।
বৃহস্পতিবার দুপুরে শাওন ও তার স্বামী শোভনকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে ২ ঘণ্টা তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। এরপর আদালতের নির্দেশে সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানো হয়।
জবানবন্দির বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা বলেন, শোভন তৃতীয় লিঙ্গের শাওনকে বিয়ে করে সংসার করছিল। কিন্তু নিহত সুমনা চাইতো শাওনকে ছেড়ে শোভন তাকে বিয়ে করুক। এ নিয়ে এই তিন জনের মধ্যে মনোমালিন্য চলছিল।
অপরদিকে, সুদ হিসেবে শিমুকে দুই লাখ টাকা দেয় নিহত সুমনা। ওই টাকা নিয়ে শিমু ও সুমনার মধ্যে দ্বন্দ্ব চলছিল। এই মনোমালিন্য ও দ্বন্দ্বকে পুঁজি করে শিমু। সে শোভনকে ৪০ হাজার টাকার বিনিময়ে সুমনাকে হত্যার প্রস্তাব দেয়। তাতে রাজি হয়ে শোভন ও শাওনসহ ৭ জন এ হত্যাকাণ্ডে অংশ নেয়।
কারাগারে থাকা জেমস, ইমন, সাজু, লিটন ও শিমুকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে প্রত্যেকের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তবে শুনানি হয়নি। এই হত্যাকাণ্ডে অংশ নেয়া শুধুমাত্র কোলগয়লা গ্রামের শিফাত পলাতক রয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম।
হত্যাকাণ্ডের পর নিহতের মা নুরজাহান বাদী হয়ে শাওন ও শোভনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় জেমস, ইমন, সাজু, লিটনকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়।
শুক্রবার হত্যাকাণ্ডের রাতে এরা সবাই সুমনার দাওয়াতে ওই বাড়িতে গিয়েছিল বলে বাদী মামলার এজাহারে উল্লেখ করেছেন।