সংবাদ সারাদেশসারাদেশ
রাজধানীতে দশ তলা থেকে পড়ে শ্রমিক নিহত
সংবাদ চলমান ডেস্ক: রাজধানীর তেজগাঁও থানাধীন কাওরান বাজারে ব্যাংক এশিয়া বিল্ডিংয়ে থাই গ্লাস লাগানোর সময় দশ তলা থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। নিহতের নাম সুমন (২২)। তার বাড়ি চট্টগ্রামের রাউজানে।
নিহত সুমনের সহকর্মী সোহেল জানান, বুধবার সকালে কাওরান কাজার এলাকায় থাইগ্লাস লাগানোর সময় ওই ভবনের দশ তলা থেকে নিচে পড়ে যান সুমন। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১২টায় তাকে মৃত ঘোষনা করেন।
হাসপাতাল ক্যাম্প পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ মর্গে রাখা আছে।