সংবাদ সারাদেশ

নোয়াখালীতে ভাবিকে খুনের দায়ে দেবরের যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে ভাবিকে হত্যা মামলায় দেবর মো. হাসান ওরফে আহসান উল্যাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সালেহ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন।দণ্ডিত হাসান বেগমগঞ্জ উপজেলার দরাপপুর গ্রামের করিম উদ্দিন ভূঁইয়া বাড়ির মো. নুরুল ইসলামের ছেলে।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নোয়াখালীর পিপি অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল ও আসামি পক্ষের স্টেট ডিফেন্স ছিলেন অ্যাডভোকেট মো. নাজিমুর রশিদ।

আদালতের পিপি গুলজার আহমেদ জুয়েল জানান, মাদকের টাকা না পেয়ে ২০১৫ সালের ১২ অক্টোবর দুপুরে ভাবি শিউলি আক্তারকে কুপিয়ে হত্যা করেন হাসান। এ ঘটনায় ওইদিন বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করেন নিহতের চাচা আবুল হাশেম। বেগমগঞ্জ থানার এসআই মো. মিজানুর রহমান পাঠান তদন্ত শেষে ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি আদালতে মামলার চার্জশিট দেন।।

এ মামলায় ১১ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় এবং আসামিরপক্ষে কোনো আইনজীবী নিযুক্ত না করায় তার পক্ষে স্টেট ডিফেন্স নিযুক্ত করেন। নিযুক্ত স্টেট ডিফেন্স প্রসিকিউশনপক্ষের সাক্ষীদের জেরা করেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button