মহিলা সিটে বসলে ৫ হাজার টাকা জরিমানা
সংবাদ চলমান ডেস্ক:
মহিলা সিটে বসলে ৫ হাজার টাকা জরিমানা
পাবলিক বাসে মহিলা, শিশু ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসনে অন্যকেউ বসলে পাঁচ হাজার টাকা জরিমানা বা একমাসের কারাদণ্ড অথবা উভয়দণ্ডের বিধান রাখা হয়েছে। গত ২২ অক্টোবর নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের তারিখ ঘোষণা করে গেজেট জারি করে সরকার। সেই আইনে এই বিধি সংযুক্ত করা হয়েছে। আইনটি ১ নভেম্বর থেকে শুরু হলেও আগামী সপ্তাহ থেকে পুরোপুরি কার্যকর হবে।
নতুন এই আইনে চালকদের লাইসেন্স পেতে অষ্টম শ্রেণি, সহকারীকে পঞ্চম শ্রেণি পাস হতে হবে। ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে ১২ পয়েন্ট রাখা হয়েছে। আইন ভঙ্গে জেল-জরিমানা ছাড়াও লাইসেন্সের পয়েন্ট কাটা যাবে। পুরো ১২ পয়েন্ট কাটা গেলে লাইসেন্স বাতিল। এছাড়া এই আইনে বাড়ানো হয়েছে সবধরনের সাজা নতুন আইনে ট্রাফিক সংকেত ভঙ্গের জরিমানা ৫০০ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১০ হাজার, হেলমেট না পরলে জরিমানা ২০০ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১০ হাজার টাকা করা হয়েছে। সিট বেল্ট না বাঁধলে, মোবাইল ফোনে কথা বললে চালকের সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। আইন করা হয়েছে পথচারীদের জন্যও নতুন আইনে সড়ক, মহাসড়কে জেব্রা ক্রসিং, ওভার ব্রিজ, আন্ডার পাস ব্যবহার করতে হবে। যত্রতত্র রাস্তা পার হলে পথচারীকে ১০ হাজার টাকা জরিমানা গুনতে হবে।