তাড়াশে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। তিনি দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা।
মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
তাড়াশ প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের প্রতিনিধি প্রভাষক সনাতন দাশের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ, সহ-সভাপতি লিটন আহমেদ, সাধারণ সম্পাদক শাহেদ খান জয়, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল, মানবজমিনের তাড়াশ প্রতিনিধি অধ্যাপক শফিউল হক বাবলু প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে সন্ত্রাসী হামলা মামলার আসামিদের গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি পালন করা হবে। মানববন্ধন শেষে তাড়াশ ইউএনওর কাছে তারা একটি স্মারকলিপি দেন।
গত রোববার সন্ধ্যায় তাড়াশ থানা গেট এলাকায় গোলাম মোস্তফার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় ওই রাতেই থানায় একটি মামলা হয়