রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

নাস্তায় বিষ মিশিয়ে বিচারক দম্পতিকে হত্যাচেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ

সকালের নাস্তায় বিষ মিশিয়ে রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল অধিকারী ও তার স্ত্রী অতিরিক্ত মহানগর দায়রা জজ জয়ন্তি রাণী দাসকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ভাতিজি সুপ্রীতি দাস মৌয়ের বিরুদ্ধে।

পরে অসুস্থ হলে বিচারক দম্পতিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ।

গতকাল শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

স্বজনদের অভিযোগ, বিচারক দম্পতির বাসায় থাকতেন জয়ন্তি রাণী দাসের আপন ভাতিজি সুপ্রীতি দাস মৌ। তিনি খাবারের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে দিয়েছেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মৌ। 


বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

এই বিষয়ে তিনি জানান, সকাল সোয়া ৯টার দিকে বিচারক দম্পতি রাজশাহী মেডিকেল হাসপাতালে আসেন। বিচারক জয়ন্তি রাণী দাসের অবস্থা অনেকটাই ভালো ছিল। এ কারণে তাকে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি এখন শঙ্কামুক্ত। তবে অবস্থার উন্নতি হয়নি তার স্বামী বিচারক জুয়েল অধিকারীর। প্রথমে তাকে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের পরামর্শে সকাল ১০টার দিকে তাকে আইসিইউতে নেয়া হয়। এখনো শঙ্কা মুক্ত নন তিনি। 

এই ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম আরও বলেন, সকালের খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাদের রাজশাহী মেডিকেল হাসপাতালে নেয়া হয়। বিচারক দম্পতি খাদ্যে বিষক্রিয়া নাকি বিষ প্রয়োগের শিকার হয়েছেন তা পরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button