টাকার বিছানায় ঘুমান পাসপোর্ট অফিসের কর্মচারী
সংবাদ চলমান ডেস্ক: ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুদক। এ সময় এক কর্মচারীর কক্ষে তল্লাশি চালিয়ে দুই লাখ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়। এর নেতৃত্ব দেন বরিশাল আঞ্চলিক শাখার উপ-পরিচালক দেবব্রত কুমার মণ্ডল।
দেবব্রত কুমার মণ্ডল বলেন, দুদকের হটলাইন ১০৬ নম্বরে কল করে অভিযোগ দেন হয়রানির শিকার এক সেবাগ্রহীতা। অভিযোগ পেয়েই অভিযান চালানো হয়। এ সময় পাসপোর্ট অফিসের ২০৭ নম্বর কক্ষের স্টোর রুমে রফিক নামে এক কর্মচারীর বিছানা, ব্যাগ ও ছোট আলমারি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। দুদকের টিম দেখে আগেই পালিয়ে যান কর্মচারী রফিক। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার আব্দুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক ফাতেমা বেগম বলেন, উদ্ধার করা টাকা রফিকের ব্যক্তিগত। তার কক্ষ থেকেই টাকাগুলো উদ্ধার করেছে দুদক।
অভিযানে দুদকের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান, উপসহকারী পরিচালক রনজিৎ কুমার কর্মকার, মো. আল-আমিনসহ সাত সদস্যের টিম অংশ নিয়েছেন।