চিরনিদ্রায় শায়িত হলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা, ফজলে হাসান আবেদ
সংবাদ চলমান ডেস্ক : চিরনিদ্রায় শায়িত হলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। রোববার দুপুর ১ টা ৪৫ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে প্রিয়তমা স্ত্রীর কবরেই তাকে শায়িত করা হয়।
দুপুর ১২টা ৪৬ মিনিটে আর্মি স্টেডিয়ামে স্যার ফজলে হাসান আবেদের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে স্যার ফজলে হাসান আবেদের ছেলে শামেরান আবেদ সবার উদ্দেশে বলেন, সবাই আমার বাবাকে শ্রদ্ধা জানিয়েছেন। এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। বাবা সারাজীবন সাধারণ মানুষের জন্য কাজ করেছেন, আপনারা তার জন্য দোয়া করবেন।
সকাল সোয়া ১০টায় ফজলে হাসান আবেদের মরদেহ আর্মি স্টেডিয়ামে আনা হয়। সেখানে স্যার ফজলে হাসান আবেদকে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
প্রেসিডেন্ট আবদুল হামিদের পক্ষে স্যার আবেদের প্রতি শ্রদ্ধা জানান মেজর আশিকুর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান উপ-সামরিক সচিব কর্নেল সাইফুল্লাহ পিএসসি।
স্যার আবেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন।