সংবাদ সারাদেশসারাদেশ
ঘুষ নেয়ার অভিযোগে আটক সাব-রেজিস্ট্রার
কুষ্টিয়া প্রতিনিধি : ঘুষ নেয়ার সময় কুষ্টিয়া সদর উপজেলার সাব-রেজিস্ট্রারসহ দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ ও অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুল।
দুদকের কুষ্টিয়ার উপ-পরিচালক মো. যাকারিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ঘুষ লেনদেনের খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অভিযান চালানো হয়। এ সময় দুইজনকে আটক ছাড়াও ঘুষের এক লাখ চার হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।
অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল, সদর থানার ওসি নাসির উদ্দিনসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।