রাজশাহীরাজশাহী সংবাদ

রাবি শিক্ষার্থী ফারহান গুগলে ডাক পেয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

টেক জায়ান্ট গুগলে ডাক পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী এস. এম. ফারহান শাহরিয়ার শুভ। প্রতিষ্ঠানটির পোল্যান্ড অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। সোমবার (১২ জুন) রাতে তিনি অফার লেটার হাতে পান। জয়েন করবেন (২ অক্টোবর)।

মঙ্গলবার (১৩ জুন) ফারহান শাহরিয়ার শুভর বরাত দিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সভাপতি অধ্যাপক ড. শুব্রত প্রমাণিক এই তথ্য নিশ্চিত করেন। ফারহান শাহরিয়ার শুভ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায়। তিনি পূর্বধলা জে.এম. পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে মাধ্যমিক ও আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ থেকে ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন।

গুগলে ডাক পাওয়ার বিষয়ে ফারহান বলেন, গুগলে চাকরি করা আমার ছোট বেলার স্বপ্ন। ক্লাস টেন থেকেই আমি প্রোগ্রামিং শুরু করি। এরপর বিশ্ববিদ্যালয়ে এসে এই সম্পর্কে আরো বিস্তরিত জানতে পারি। পরে বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই গুগলে যেতে হবে এমন চিন্তা ভাবনা নিয়ে আমি প্রস্তুতি নিতে শুরু করি। আমরা বন্ধুরা মিলে প্রোগ্রামিং এই প্র‍্যাক্টিস করতাম। আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

ফারহান আরো বলেন, প্রথম দিকে যখন প্রোগ্রামিং শুরু করি তখন পরিবারের লোকজন বলতো এগুলো করে কী হবে? পরবর্তীতে পরিবারের লোকজন আমাকে অনেক সহায়তা করেছে। বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষকরা এবং আমার বিভাগের বড় ভাইয়েরাও আমাকে সহায়তা করেছে। সফলতা পরিশ্রমের মধ্য দিয়েই আসে। সব সময় কঠোর পরিশ্রমের মানসিকতা রাখতে হবে। কেউ যদি গুগলে আসতে চায় তবে প্রোগ্রামিং খুব মনোযোগ দিয়ে করতে হবে। কম্পিউটার সাইন্সেই পড়তে হবে এমন কোন নিয়ম নেই। অন্য বিভাগ থেকেও প্রোগ্রামিং ভালো জেনেও গুগলে আসা যায়।

এই বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. শুব্রত প্রামাণিক বলেন, ফারহান শাহরিয়ার শুভর গুগলে নিয়োগের অফার আমাদের জন্য আনন্দের বিষয়। সে দীর্ঘদিন ধরে গুগলে নিয়োগের জন্য প্রসেসিংয়ের মধ্যে ছিল। অবশেষে গুগলে যোগ দেওয়ার অফার পেয়েছে সে। অফার লেটারটি আমরা এখনো দেখিনি। তবে ফারহানের কাছে আছে। আমি তাকে বলেছি অফার লেটারটি স্ক্যান করে আমাদের বিভাগে পাঠিয়ে দিতে। ফারহানের আগে শাকিল নামের আরেক শিক্ষার্থী আমাদের বিভাগ থেকে গুগলে নিয়োগ পেয়েছিল।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button