সংবাদ সারাদেশসারাদেশ
কুড়িগ্রামে জুয়া বন্ধে পুলিশের অভিযান, আটক ২৬
সংবাদ চলমান ডেস্ক: কুড়িগ্রামে জুয়া বন্ধে পুলিশের অভিযান শুরু হয়েছে। এসপি মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশে জেলার বিভিন্ন স্থানে শুরু হয়েছে ধরপাকড়।
বৃহস্পতিবার রাতে জেলার উলিপুর উপজেলায় অভিযান চালিয়ে ক্রিকেটের নামে বাজিতে অভিনব জুয়া খেলার সঙ্গে জড়িত ১৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
এ সময় জুয়াড়িদের কাছ থেকে জুয়ার ২৫ হাজার টাকা, ১২ টি এন্ড্রয়েট মোবাইল ফোন ও একটি টেলিভিশন জব্দ করা হয়। জুয়ড়িদের থানা হাজতে প্রেরণ করা হয়।
অন্যদিকে রাজারহাট থানা পুলিশ অভিযান চালিয়ে আট জুয়াড়িকে আটক করেছে।
এ ব্যাপারে জেলা এসপি মোহাম্মদ মহিবুল ইসলাম খান ডেইলি বাংলাদেশকে বলেন, বিপিএলের নামে জুয়াসহ জেলার সব স্থানে জুয়া খেলার তথ্য পেলেই অভিযান চালানো হবে।