কাউন্সিলর মঞ্জুর বিরুদ্ধে ওয়ারী থানায় দুই মামলা
সংবাদ চলমান ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করেছে র্যাব-৩।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে ওয়ারী থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দুটি দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ এর সিও লে.কর্নেল শাফিউল্লাহ বুলবুল বলেন, অভিযানকালে মঞ্জুর কার্যালয় থেকে দুটি আগ্নেয়াস্ত্র, মাদক ও নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়েছিল। এ কারণে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে গ্রেফতার করে র্যাব। রাজধানীর ওয়ারী থানায় দায়ের হওয়া এক চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
নিজ কার্যালয়ে আত্মগোপন থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে নিয়েই তার কার্যালয়ে অভিযান চালায় র্যাব।
অভিযানে তার কার্যালয় থেকে বিদেশি মদের বোতল, ইয়াবা, গাঁজাসহ দুইটি পিস্তল, একটি ম্যাগাজিন ও নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।