সংবাদ সারাদেশসারাদেশ

এবার মৌলভীবাজারে ট্রেনের ইঞ্জিনে আগুন

সংবাদ চলমান ডেস্ক:
এবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনে ২০১৫ এম ইজি ১১ বি আর ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গেছে, আগুন ছড়িয়ে পড়ার আগে দ্রুত অগ্নিনির্বাপক গ্যাস দিয়ে নিয়ন্ত্রণে আনেন ট্রেনের চালক।

এর আগে, স্টেশনের দুই নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনের সামনে ইঞ্জিনে হঠাৎ আগুন দেখে স্টেশনে থাকা লোকজন হইচই শুরু করে দেই।

তখন ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন ট্রেনের চালক।

এ বিষয়ে ট্রেনের চালক হোসেন শহীদ বলেন, ইঞ্জিনে ময়লা জমে কার্বন গলে যাওয়ায় সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তিনি জানান, ২০১৫ এম ইজি ১১ বি আর মালবাহী ট্রেনের এই ইঞ্জিনটি ১৯৫২ সালের। এটি মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন। সময়মত যদি আগুন নিয়ন্ত্রণে আনা না যেত তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। তবে এখন তেমন কিছুই হয়নি। সব ঠিকঠাক রয়েছে।

এরআগেও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৯টি বগি লাইনচ্যুত হয়ে আগুন লাগার ঘটনা ঘটে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button