সংবাদ সারাদেশসারাদেশ
আগুন পোহাতে গিয়ে দুইজনের মৃত্যু
সংবাদ চলমান ডেস্ক : শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে দুইজন মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
সাদিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জের ও আলম একই জেলার সাদুল্ল্যাপুর বাসিন্দা।
রমেকের বার্ন ইউনিটের প্রধান এম এ হামিদ পলাশ জানান, সাদিয়া অগ্নিদগ্ধ হয়ে ১৯ ডিসেম্বর ও আলম ২১ ডিসেম্বর রমেকে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার সকালে তারা মারা যান।
তিনি আরো জানান, হাসপাতালে আরো ১৩ জন অগ্নিদগ্ধ রোগী চিকিৎসাধীন আছে।