নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় বৈদাশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার, প্রেস ব্রিফিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা বারো ঘটিকায় রাজশাহী জেলা কর্ম সংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তা আব্দুল হামিদের সঞ্চালনায় উপজেলা সেমিনার রুমে ইউ.এন.ও শরিফ আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪ বাগমারা আসনের এম.পি ইঞ্জিনিয়ার এনামুল হক।
আলোচনায় অংশ গ্রহণ করেন ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী সরকার, কৃষি অফিসার রাজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক,অধ্যক্ষ হাতেম আলী প্রমুখ।
সভায় উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান প্রধান, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।