রাজনীতি

ব্যারিস্টার রুমিনের বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বললেন ‘আমার যা রঙ’

চলমান ডেস্ক: জাতীয় সংসদে দুই সংসদ সদস্যের বক্তব্যে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে। ওই দুই সংসদ সদস্য হলেন- বাণিজ্যমন্ত্রী ও ক্ষমতাসীন দলের সদস্য টিপু মুনশি, আরেকজন সংরক্ষিত আসনে বিএনপির এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা।

মঙ্গলবার বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে কোম্পানি (সংশোধন) বিল-২০২০ পাসের আগে আনিত জনমত যাচাই-বাছাই ও সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনা হয়।

সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘বাণিজ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি।’ এ সময় উপস্থিত সব সংসদ সদস্য জোরে হেসে ওঠেন। পরে রুমিন ফারহানা বলেন, ‘উনি চমৎকার কথা বলেছেন। টাকা পাচার নিয়ে উনি (বাণিজ্যমন্ত্রী) একটি কথা বলেছেন– মুশকিল হলো যতক্ষণ অপরের দিকে তাকিয়ে থাকব, ততক্ষণ পর্যন্ত আয়নায় নিজের মুখ দেখব না– এটিই স্বাভাবিক। বাণিজ্যমন্ত্রীকে অনুরোধ করব উনি যদি একটু আয়নার দিকে তাকান এবং গ্লোবাল ফাইন্যান্স ইউকিউটি রিপোর্ট দেখেন, তা হলে স্পষ্ট হয়ে যাবে টাকা পাচারের বিষয়টি কী?’

জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ফ্লোর নিয়ে বলেন, মাননীয় সংসদ সদস্য আমাকে আয়নায় চেহারা দেখতে বলেছেন। আমার যা রঙ, চেহারাও আমার সুবিধার না। সেটি আমি খুব ভালো করেই জানি। আর টাকা পাচারের ব্যাপারে সরকার অত্যন্ত সচেতন।

এ সময়ও সব সংসদ সদস্য অট্টহাসিতে ফেটে পড়েন।

এদিকে কচুরিপানা খাওয়া নিয়ে পরিকল্পনামন্ত্রীকে নিয়ে কড়া সমালোচনা করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ। এর জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আজ থেকে ৪০-৪৫ বা ৫০ বছর আগে তখন ঢাকাতে কেউ কচুরলতি খেত না। কিন্তু আজকে কচুরলতি একটা সুস্বাদু এবং প্রয়োজনীয় তরকারি হিসেবে চালু হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা চা খাই চা পাতা দিয়ে। নতুন কনসেপ্ট এসেছে পাটের পাতা থেকে চা পাতার মতো এক ধরনের ড্রিংকস তৈরি হচ্ছে। হয়তো এ কথা আগে বললে বলা হতো এটি আবার কেমন কথা। দিন তো বদলাচ্ছে– প্রতিদিন নতুন নতুন চিন্তা, নতুন নতুন উদ্ভাবনী শক্তি আসছে। আগে মাশরুম দেখলে বলা হতো হারাম খাবার ব্যাঙের ছাতা। হয়তো এমন দিন আসবে কচুরিপানা থেকে খাবার বের হবে, যার ফুড ভ্যালু অনেকখানি ভালো। অপেক্ষা করি তার জন্য। নেক্সট ওয়েট ফর দ্যাট।,

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের কচুরিপাতা নিয়ে দেয়া বক্তব্য টক অব দ্য কান্ট্রি। গত দুদিন ধরে এটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে মুখে মুখে। কাল সেটি সংসদ পর্যন্ত গড়াল।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button