মুহুর্তের খবররাজনীতিরাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ
মেয়র লিটনের পি এস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
নিজস্ব প্রতিবেদকঃ
এবার রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস এবং রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ খান টিটুকে আটক করেছেন পুলিশ।
বৃহস্পতিবার (৯ মে) ভোর পাঁচটার দিকে তাকে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর চৌধুরীর বাড়ি থেকে তাকে আটক করেন।
সংবাদ চলমানের নিকট বদলগাছী থানা পুলিশ টিটুকে আটকের বিষয়টি স্বীকার করেছেন। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সাগর চৌধুরী নওগাঁ জেলায় ‘জনি গ্রুপ’ নামের একটি রাজনৈতিক গ্রুপের সঙ্গে সম্পৃক্ত থেকে রাজনীতি করে আসছেন।
টিটু আটকের ঘটনায় স্থানীয় ও বিভাগীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন একাধিক সুত্র।