আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় ট্যাক্সি ধর্মঘটে নিহত ৫

সংবাদ চলমান ডেক্সঃ

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ট্যাক্সি ধর্ম ঘটকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভে ৫জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ।

প্রতিবেদনে জানানো হয়, আইন প্রয়োগ কারী সংস্থার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে সপ্তাহ ব্যাপী এ ধর্ম ঘটের ডাক দেওয়া হয়ে ছিল।

ট্যাক্সি চালক এবং মালিকরা জানান, ছোটখাটো অপরাধের জন্য তাদের যান বাহনকে টার্গেট করে জব্দ করা হচ্ছে। যে সব আইন লঙ্ঘনের জন্য ট্যক্সিকে টার্গেট করা হচ্ছে তার মধ্যে সিটবেল্ট না পরা ও সড়কের জরুরি লেনে অবৈধ ভাবে গাড়ি চালানোর বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে চালকরা দাবি করে, অন্যরা একই কাজ করলেও শুধু মাত্র জরিমানার সম্মুখীন হয় তারা।

কেপটাউন জুড়ে মিনিবাস, ট্যাক্সি অপারেটররাও হতাশা প্রকাশ করেছিল যে, রাস্তায় চলা চলের উপযুক্ত নয় বলে দাবি করে সরকার তাদের ট্যাক্সি গুলোকে আটক করছেন। এ পরিস্থিতিতে কেপটাউন সিটির হাতে আটক মিনিবাস ট্যাক্সি গুলোকে অবিলম্বে মুক্তি দিতে গতকাল মঙ্গলবার নির্দেশ দিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার পরিবহন মন্ত্রী সিন্দিসিওয়ে চিকুঙ্গা বলেন, শহর কর্তৃপক্ষের ব্যবহৃত আইনটি ভুল ভাবে কার্যকর ও প্রয়োগ করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার পুলিশ বলেন, গত ৩ আগস্ট ধর্ম ঘট শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button