অাজ ঢাকার মুখোমুখি রাজশাহী
সংবাদ চলমান ডেস্ক: একদিনের বিরতির পর সোমবার ঢাকা প্লাটুনের মুখোমুখি হবে রাজশাহী রয়্যালস। টেবিলের শীর্ষে উঠার লক্ষ্যে মাঠে নামবে পদ্মা পাড়ের দলটি। এদিকে, এই ম্যাচ জিতে প্লে-অফের লড়াইয়ে এগিয়ে থাকার লক্ষ্য মাশরাফি-তামিমদের। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি সোমবার (৩০ ডিসেম্বর) শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
মাঠে নেই দর্শক। মাঠের বাইরে ক্রিকেটপ্রেমীদের নেই তেমন উন্মাদনা। বঙ্গবন্ধুর নাম জুড়ে দিয়ে ভারী হয়েছে নাম, তবে নামের প্রতি এখনও সুবিচার করতে পারেনি মাঠের ক্রিকেট। জমেনি পয়েন্ট টেবিল। অর্ধেক পথেই অনেকটা অনুমান করা যাচ্ছে প্লে-অফের টিকিট উঠবে কাদের হাতে।
বড় অঘটন না ঘটলে শেষ চারের একটা নাম যে রাজশাহী রয়্যালস, তা বলাই যায়। ৬ ম্যাচের ৫টিতেই জয়। পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান। উইলোবাজিতে রানের ফোয়ারা ছোটাচ্ছেন সোয়েব-আফিফরা। বোলিং ইউনিটেও ভালো সার্ভিস দিচ্ছেন আন্দ্রে রাসেল-সৌম্য সরকাররা। চলতি আসরে স্বাগতিক ঢাকা প্লাটুনকে ৯ উইকেটে হারানোর সুখস্মৃতিও আছে রয়্যালদের। মাঠে নেমে তাই জয় ছাড়া কিছু ভাবছে না দল। আর পরিকল্পনা বাস্তবায়িত হলে টেবিলের শীর্ষস্থানটাও আসবে দখলে।
নামজাদা ক্রিকেটারে ঠাসা, তারপরও হারজিতের দোলাচলে এখনও থিতু হতে পারেনি ঢাকা প্লাটুন। ৭ ম্যাচের ৪ জয়ের বিপরীতে ৩ হার। ৮ পয়েন্ট নিয়ে অবস্থান চারে। অবশ্য সমান ম্যাচে ৫ নম্বরে থাকা কুমিল্লার পয়েন্ট ৪ হওয়ায় অনেকটা নির্ভার থেকেই মাঠে নামবে মাশরাফির প্লাটুন।
ব্যাট হাতে তামিম-এনামুলরা তো আছেনই। প্রতিপক্ষের বোলারদের তুলোধুনো করতে নতুন ত্রাসের নাম মেহেদী হাসান। পেরেরা-আফ্রিদিদের জ্বলে ওঠার দিনে থামানোর শক্তি আছে কারও! বোলিং বিভাগটাও পোয়া বারো। মাশরাফি-ওয়াহাবদের অভিজ্ঞতার সাথে হাসান মাহমুদের মতো তরুণ তুর্কী। ফিরতি দেখায় প্রতিশোধটা নিতে প্রস্তুত ঢাকা প্লাটুন।
মিরপুরে প্লাটুন জিতুক বা রয়্যালস, ম্যাচটা একপেশে হবার কোনো সুযোগ নেই। দর্শকদের জন্য সেটাই আপাতত সবচেয়ে বড় সুখবর।