মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় শীর্ষ কর্মকর্তা নিহত
সংবাদ চলমান ডেস্ক : মিয়ানমারের রাখাইন অঞ্চলের বিদ্রোহীরা অং সান সু চির ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ কর্মকর্তা ও বুচিডং এনএলডির চেয়ারম্যান ইয়ে থেইনকে হত্যা করেছে।
সেনা পাহারায় গত সোমবার বন্দিদের কারাগারে নেয়ার পথে বিদ্রোহীদের হামলায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করছে আরাকান আর্মি (রাখাইন অঞ্চলের বিদ্রোহী গ্রুপ)। খবর রয়টার্স ও স্ট্রেইট টাইমসের।
তবে স্থানীয় নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
এক বিবৃতিতে আরাকান আর্মি বলছে, একটি বড় বিস্ফোরণে কয়েকজন বন্দি মারা গেছেন। নিহতদের মধ্যে এনএলডি বুচিডংয়ের চেয়ারম্যান ইয়ে থেইনও রয়েছেন। তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। ইয়ে থেইনকে গত ১১ ডিসেম্বর বন্দি করা হয়েছিল বলেও বিবৃতিতে দাবি করা হয়।
এর আগে গত বছর আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে রাখাইন অঞ্চলের হাজারো মানুষ এলাকাছাড়া হতে শুরু করে।
এদিকে আরাকান বিদ্রোহীরা বলছে, রোহিঙ্গা বিদ্রোহীদের সঙ্গে তাদের কোনো যোগসূত্র নেই।
২০১৭ সালে কথিত রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেনাবাহিনী অভিযান শুরু করে বলে জানানো হয়। ফলে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ আনে গাম্বিয়া।
আরাকান আর্মিরা কয়েকটি জাতিগত সশস্ত্র দলগুলোর মধ্যে একটি, যারা মিয়ানমারের বিরুদ্ধে আনা অভিযোগকে সমর্থন করছে।