ভারতীয় শেয়ার বাজারে ব্যাপক পতন
আন্তর্জাতিক ডেস্ক : আজকে দিনের প্রথম দিকের ব্যবসায় ভারতীয় শেয়ার বাজারে ব্যাপক পতন ঘটেছে। দালাল স্ট্রিটে আরও ধাক্কা লাগে কারণ রিজার্ভ ব্যাংক ইয়েস ব্যাংকের বোর্ডটি গ্রহণ করে ও তার সমস্ত কাজ আপাতত স্থগিত রেখেছে। সেনসেক্স ১৪০০ পয়েন্ট পড়ে যাওয়ায় ৫ লক্ষ কোটি বিনিয়োগকারীদের সম্পদ কয়েক সেকেন্ডে বাজার থেকে বিলুপ্ত হয়েছে। ভারতীয় টাকারও বড় পতন ঘটেছে আজ, ইউএস ডলারের তুলনায় ৭৪-এ দাড়িয়েছে টাকার মূল্য। নিফটি৫০ আজ ১০,৯০০ পয়েন্টের নীচে চলে গেছে।
আজকের শেয়ার বাজারের ১০টি আপডেট জেনে নিনঃ
১) ব্যাংকিং স্টকগুলিতে নিফটি ব্যাঙ্কের সূচকে ৫% হ্রাস পেয়েছে। পাশাপাশি ইন্ডাসইন্ড ব্যাংক ১১%, এসবিআই ৮% এবং আইসিআইসিআই ব্যাংক এবং অ্যাক্সিস ব্যাংক-এর সূচক ৪% এর নীচে নেমে গেছে।
২) আরবিআই জানিয়েছে মারাত্মক অবনতির কারণে বৃহস্পতিবার গভীর রাতে ইয়েস ব্যাংকের বোর্ডটি ৩০ দিনের জন্য নিজেদের অধীনে নিয়েছে আরবিআই এবং টাকা তোলার সীমা ৫০,০০০-এ বেঁধে দেওয়া হয়েছে।
৩) এসবিআই বোর্ড বৃহত্তম ঋণদাতাকে ‘ইন-প্রিন্সিপাল’ অ্যাপ্রুভাল দিয়েছে ইয়েস ব্যাংকে বিনিয়োগের জন্য।
৪) বিশ্লেষকরা বলেছেন যে নিফটির পরবর্তী সূচক ১০,৮০০-তে রয়েছে।
৫) আজ টাকার দাম ডলার প্রতি ৭৪ হয়েছে।
৬) এক্সপার্টরা জানাচ্ছেন শেয়ার বাজারের এই অস্থিরতা অব্যাহত থাকবে এবং এরফলে শেয়ার বাজার কিছুটা ক্ষতিগ্রস্ত হবে।
৭) এশিয়ান বাজারগুলিতে আজ তীব্র পতন লক্ষ্য করা গেছে।
৮) জাপানের শেয়ার বাজারে ৩% এবং চীনের বাজারে ১% পতন লক্ষ্য করা গেছে।
৯) এই ক্ষয়ক্ষতির পেছনে করোনাভাইরাসের প্রভাবই মূল কারণ বলে মনে করা হচ্ছে।