রাজশাহীর পুঠিয়ায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ
স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে (১৩) শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভূক্তভোগির পরিবার আবুল কাশেম (৪২) নামের এক ব্যাক্তিকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনার পর থেকে আবুল কাশেম পলাতক রয়েছে।
আবুল কাশেম উপজেলার জিউপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আতু মন্ডলের ছেলে। গত ৭ অক্টোবর সকালে ওই স্কুল ছাত্রীর বাড়ীতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগির পারিবারিক সূত্রে জানাগেছে, দীর্ঘদিন থেকে ওই ছাত্রী স্কুলে যাওয়া-আসার পথে আবুল কাশেম কু-প্রস্তাব দিত। ঘটনার দিন গত ৭ অক্টোবর সকালে ওই স্কুল ছাত্রীকে বাড়ীতে একা পেয়ে আবুল কাশেম জোরপূর্বক ভাবে শ্লীলতাহানীর চেষ্টা করে।
পরে ওই কিশোরীর চিৎকারে আবুল কাশেম পালিয়ে যায়। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে গত ৭ অক্টোবর আবুল কাশেমের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, শ্লীলতাহানী নয়, আবুল কাশেম মেয়েটিকে উত্যাক্ত করতো বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা অতি গুরুত্ব সহকারে দেখছি।