পুঠিয়ারাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ৪ নারী আটক

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ওই হোটেল থেকে চার নারীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- নাটোর সদরের সুমি খাতুন, কক্সবাজারের কুতুবদিয়ার তসলিমা আক্তার, নওগাঁর সাপাহারের জহিরুন খাতুন, বগুড়ার ধুনটের জেসমিন খাতুন। মঙ্গলবার বিকেলে পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার হোটেল সুরমা থেকে তাদের আটক করা হয়।

পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, অসামাজিক কার্যকলাপের গোপন তথ্য পেয়ে বানেশ্বর ট্রাফিক মোড় সংলগ্ন মনি মার্কেটের দোতলায় হোটেল সুরমায় অভিযান চালানো হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলের ম্যানেজার ও কর্মচারীরা পালিয়ে যায়। পরে হোটেলের ভেতরে থাকা চার নারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

ওসি আরো জানান, বানেশ্বরের হাট উপলক্ষে পাঁচটি আবাসিক হোটেল গড়ে উঠেছে। এসব হোটেলে মাদক সেবন, পতিতাবৃত্তিসহ বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ড হয়। অভিযান চালিয়ে কিছুদিন এসক কার্যক্রম বন্ধ থাকলেও প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় আবার শুরু হয়। পুলিশ মাঝেমধ্যেই এসব হোটেলে অভিযান চালায় বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button