রাজশাহী সংবাদ
রাজশাহীতে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১
বিশেষ প্রতিবেদক:
রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে নগরীর গুড়ি পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত হলেন, কাশিয়াডাঙ্গা সংলগ্ন গুড়িপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মিঠুন(২৯)। বিষয়টি নিশ্চিত করে সংবাদ চলমান কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা শাখার এসআই সেলিম মিয়া তার সঙ্গীয় ফোর্স নিয়ে গুড়িপাড়া মোড় সংলগ্ন যাত্রী ছাউনির সামনে পাকা রাস্তার পাশে অভিযান চালায়। এ সময় মিঠুনকে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম হেরোইনসহ আটক করে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়।