রাজশাহীতে পিকনিকের আড়ালে মাদক বেচাকেনার সময় ৩ নারীসহ আটক ৮
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীতে পিকনিকের আড়ালে মাদক বেচাকেনা করছিল একদল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ নারীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে তাদেরকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ। আটককৃত তিন মাদক ব্যবসায়ী হলেন আজাদ, রনি ও সম্পা। এছাড়া আটককৃতদের মধ্যে দুইজন বিদেশী নাগরিক রয়েছে। এছাড়া আরো দুইজন বিদেশী নাগরিক পালিয়ে যায়। তারা ইয়াবা কিনতে সেখানে গিয়েছিলেন।
ওসি জানান, ইংরেজি নববর্ষ উপলক্ষে নগরীর পঞ্চবটি এলাকায় পিকনিকের আড়ালে মাদক কেনাবেচা করছিল একটি চক্র। গোপন সংবাদ পেয়ে রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় তিন নারীসহ আটজনকে আটক করা হয়েছে।
জানা যায়, পিকনিকের আড়ালে ইয়াবা, বিদেশী মদ, গাঁজা ও ফেন্সিডিল বিক্রি করছিল তিনজন। এসময় বিদেশী চার নারী সেখানে ইয়াবা কিনতে গিয়েছিলেন। পুলিশ সেখানে অভিযান চালালে দুই বিদেশী পালিয়ে যায়। এসময় তিন মাদক ব্যবসায়ী ও দুই বিদেশী নারীসহ মোট আটজনকে আটক করা হয়।