রাজশাহী সংবাদ
রাজশাহীতে তিন দফা দাবীতে বিএফএলফ এর কর্মবিরতি
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে তিন দফা দাবীতে বাংলাদেশ কৃ্ষি ফার্ম শ্রমিক ফেডারেশন (বিএফএলফ)রাজশাহী কর্মবিরতি মানববন্ধ ও বিক্ষোভ কর্মসূচী করেছে। বিএডিসিসহ সকল গবেষনা প্রতিষ্ঠানের অনিয়মিত সকল ও অস্থায়ী কর্মচারী।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নগরীর বাংলাদেশ ধান গবেষনা ইন্সটিটিউট আঞ্চলিক কার্যালয়ের সামনে কর্মরত কর্মচারীদের আউট সোসিং নিয়োগ বাতিল কর, কৃ্ষি শ্রমিকদের বেতন বৃদ্ধি করণ ও বিএডিসি সহ সকল গবেষনা প্রতিষ্ঠানের অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করণের দাবীতে এ কর্মবিরতির আয়োজন করে (বিএফএলফ) ।
বাংলাদেশ কৃ্ষি ফার্ম শ্রমিক ফেডারেশন (বিএফএলফ) রাজশাহী জেলা শাখার সভাপতি খায়রুল বাশারের নেতৃত্বে অংশ নেন, মোঃ ইব্রাহিম আলী,আসাদুল ইসলাম,কামাউল উদ্দিন, মোস্তাকিন,ফায়সার আহমেদ রাতুল, আব্দুল খালেক প্রমুখ।