পুঠিয়ারাজশাহী সংবাদ
বানেশ্বরে উৎসব মূখর পরিবেশে পাঠ্য বই বিতরন
বানেশ্বর প্রতিনিধি:
রাজশাহীর বানেশ্বরে ব্যাপক উৎসব মুখর ও আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্য পুস্তক তুলে দেওয়া হয়েছে। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উচ্ছসিত। বুধবার সারাদেশ ব্যাপি বই উৎসবের কর্মসূচীর অংশ হিসাবে বানেশ্বর শহীদ নাদের আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বই উৎসব পালিত হয়েছে। বেলা ১১ টায় বালিকা উচ্চ বিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের হাতে উৎসব মুখর পরিবেশে নতুন বছরের ২০২০ সালের উপহার হিসাবে নতুন বই তুলে দেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও অত্র বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ রুহুল আমিন, সাবেক অধ্যাপক আব্দুর রউফ, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জমশেদ আলী, বানেশ্বর ইউপি চেয়ারম্যান গাজী মোঃ সুলতান আলী, দাতা সদস্য আঃ হামিদ সরকার। আরো উপস্থিত ছিলেন, আক্কাস আলী, জাহাঙ্গীর আলম প্রমূখ।