বাগমারারাজশাহী সংবাদ

বাগমারায় পরীক্ষা কেন্দ্রে অবৈধ প্রবেশের দায়ে শিক্ষকের দুই বছরের জেল

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার গোড়সার উচ্চ বিদ্যালয় এন্ড ভোকেশনাল স্কুল কেন্দ্রে অবৈধ প্রবেশের দায়ে কনক কুমার প্রামানিক নামের এক শিক্ষক কে দুই বছরের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট কৌশিক আহমেদ এ রায় দেন।

জানা গেছে, মঙ্গলবার কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় নবম শ্রেনীর বোর্ড সমাপনী পরীক্ষা গোড়সার উচ্চ বিদ্যালয় এন্ড ভোকেশনাল স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কেন্দ্রে পার্শ্ববর্তি রমজানপাড়া মহিলা ভোকেশনাল স্কুলের শিক্ষক কনক কুমার প্রামানিক ডিউটি না থাকলেও তার প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের কক্ষে রেখে পরীক্ষা চলাকালিক সময়ে কেন্দ্রের ভেতরে অবস্থান করছিলেন। এসময় অবৈধ প্রবেশকারী হিসেবে তাকে আটক করা হয়।

পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট দুই বছরের সাজা প্রদান করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক রমজানপাড়া মহিলা ভোকেশনাল স্কুলের এক শিক্ষক জানান, আমাদের স্কুলের এক অসুস্থ শিক্ষার্থীকে রেখে আসার পর কেন্দ্রের ভেতরে একটু দেরী করার কারণে তাকে জেল দেয়া হয়েছে।

বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত ওই শিক্ষককে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button