রাজশাহী সংবাদ

নিজের ড্রেজার মেশিন উদ্ধার করতে গিয়ে আওয়ামীলীগ নেতা বিপাকে

স্টাফ রির্পোটার : দীর্ঘ সময় টেন্ডার লিজের মাধ্যমে নেওয়া বালু উত্তোলন সহ নানান সামাজিক কাজের সাথে জড়িত থেকে সরকারি দলের একটি পদ নিয়ে কিভাবে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকতে পারে আব্দুস সাত্তার। এই নিয়ে চলছে দলীয় নেতা কর্মীদের মাঝে ক্ষোভ।
গত কাল শুক্রবার তালাইমারি ফুলতলা এলাকায় বালু মহলের দুই গ্রপের সংঘর্ষ সহ গুলি ফোটানোর মত ঘটনারব অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সরে জমিনে তালাইমারি বাজে কাজলা ফুলতলা এলাকায় গিয়ে দেখা যায়, আব্দুস সাত্তারের ৪৭ টি পাইপ সহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল বিক্রি করে দেয় একটি সিন্ডিকেট, এই নিয়ে শুরু হয় প্রতিহিংসা, এই ব্যাপারে মহানগর আওয়ামীলীগ নেতাদের নিকট অভিযোগও দেয় আব্দুস সাত্তার তাতেও খুব একটা সুফল মেলেনি এই প্রতিহিংসার। শুক্রবার পুনরায় আব্দুস সাত্তারের ড্রেজার মেশিন খুলতে যায় সেই সিন্ডিকেটের সদস্যরা আর এই নিয়ে দুই পক্ষের মাঝে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। উভয় পক্ষের মধ্যে হতা হতের ঘটনা ঘটে। তবে জখম কৃত জনির পায়ে গুলি লাগার বিষয়টি এখনো পরিস্কার হতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। রামেক হাসপাতালের ৩১ নং ওয়ার্ডের চিকিৎসক সংবাদ চলমান কে জানান, জখম হয়েছে এটা সঠিক কিন্তু সেটি কিসের তা খতিয়ে দেখা হচ্ছে। নগরীর ২৮ নং ওয়ার্ডের একাধিক আওয়ামীলীগের পদ ধারী ব্যক্তিরা বলেন, আব্দুস সাত্তার দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়ের মত জায়গায় চাকরি করে এসেছেন চলতি বছরেই তিনি অবসরে এসেছেন। তার সুনাম নষ্ট করতে একটি পক্ষ মরিয়া হয়ে উঠেছে। রাজশাহী মহানগর পুলিশের একটি সুত্র জানায়, বিষয়টি মামলার জন্য প্রক্রিয়াধীন রয়েছে। জানতে চাইলে ওসি( তদন্ত) মতিহার জানান, এখনো কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।