নওগাঁরাজশাহী সংবাদ

নওগাঁয় ২ ভুয়া ডিবি পুলিশ আটক

নওগাঁর প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়দানকারী দুই প্রতারককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলার নওহাটা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চকহরিবল্লভ গ্রামের নুরুল ইসলামের ছেলে জাহিদ হাসান ও বুজুর কান্তপুর গ্রামের রফিজ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম ।

পুলিশ জানায়, মহাদেবপুরে নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে একটি মুদি দোকানে ঢুকে রুটি ও বিস্কুটের মেয়াদ নেই অভিযোগ তোলে টাকা নেয় তারা। এ সময় দোকানি গোপনে নওহাটা পুলিশ ফাঁড়িতে মোবাইল ফোনে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রথমে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। তখন দুই প্রতারক নিজেদের গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে কাছে থাকা রিভালবার (পিস্তল) দেখালে দুই পুলিশ কনস্টেবল প্রতারকদের চ্যালেঞ্জ করে। এ সময় নিজেরা তাদের প্রতারণার কথা স্বীকার করে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল বলেন, ভুয়া ডিবি পরিচয়দানকারী দুই প্রতারককে একটি খেলনা পিস্তল ও মোটরসাইকেলসহ আটক করা হয়েছে।

আটককৃত একজন নিজেকে ইংরেজির শিক্ষক এবং অপরজন নিজেকে কাপড় ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে পুলিশকে জানিয়েছে। তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দিয়ে আদালতের মাধ্যমে আজ বিকেলে নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button