তাহেরপুরে ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত
বাগমারা প্রতিনিধি : তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পরিচালনা কমিটির নির্বাচনে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত একটানা ভোটগ্রহন চলে।,
ভোটগ্রহন শেষে ফলাফল ঘোষনা করা হয়।, মুহাঃ তোফাজ্জল হোসেন ৩২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হাফিজুর রহমান হাফিজ পেয়েছেন ২৪ ভোট,।
অপরদিকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জিয়াউর রহমান সাধারণ সম্পাদকঃ মাহবুবুর রহমান বুলু ক্রীড়া সম্পাদকঃ মোঃ ইয়াকুব আলী সমাজকল্যাণঃসোহেল রানা গ্রন্থাগারঃমোঃ শহিদুল ইসলাম পত্রিকাঃ মামুনুর রশীদ টুটুল সংস্কৃতিঃ তাপস কুমার দাস সদস্যঃ আবু বক্কর মৃধা মুনসুর মোঃআঃ জব্বার মজুমদার আঃ সামাদ পিয়াদা মোঃ আঃ করিম মোল্লা দেবব্রত সাহা নির্বাচিত হন।
এসময় ক্লাবের অন্য সদস্য উপস্থিত ছিলেন।