গোদাগাড়ীরাজশাহী সংবাদ
গোদাগাড়ীতে নিয়ন্ত্রন হারিয়ে মাইক্রোবাস পুকুরে: আহত ৫
গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন আহত হয়েছে। সোমবার বেলা ১২ দিকে গোদাগাড়ী আমনুরা মহাসড়কে লালবাগ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস পুকুরে উল্টিয়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন নওগাঁ জেলার সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের আলহাজ্ব ইব্রাহিম ও তার দুই ছেলে শফিকুল ইসলাম গোলাম ও নূহু ইসলাম।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন ফায়ার সার্ভিস কর্মীরা। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম নিশ্চিত করে বলেন, গোদাগাড়ীমূখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টিয়ে পাঁচজন যাত্রী আহত হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।