গোদাগাড়ীতে আড়াই কোটি টাকার হেরোইনসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ীতে ২ কেজি ৪৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। জব্দকৃত হেরোইনের দাম ২ কোটি ৪৫ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব। রবিবার দুপুর আড়াইটার দিকে গোদাগাড়ীর মোহনদরগা গুসিরা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন মো. মনিরুল ইসলাম ওরফে বাবলু (৫০)। তিনি গোদাগাড়ীর হাতনাবাদ এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি স্বজল কুমার সরকার এর নেতৃত্বে গোদাগাড়ীর মোহনদরগা গুসিরা গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের কালু মিয়ার বাথানবাড়ীর সামনে থেকে মাদক ব্যবসায়ী মো. মনিরুল ইসলাম ওরফে বাবলুকে ২ কেজি ৪৫০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত হেরোইনের দাম ২ কোটি ৪৫ লাখ টাকা বলে জানানো হয়েছে।
আটক বাবলু দীর্ঘদিন যাবত হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।